Site icon Jamuna Television

একসঙ্গে ১০ সন্তান জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড

একসঙ্গে ১০ সন্তান জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড

একসঙ্গে ১০টি সন্তানের জন্ম দিলেন দক্ষিণ আফ্রিকার এক মহিলা। এই ঘটনায় তৈরি হল নতুন বিশ্ব রেকর্ড। গত মাসে মরক্কোর মালিয়ান হালিমা সিজে একসঙ্গে ৯টি সন্তানের জন্ম দিয়েছিলেন। ৩৭ বছরের গোসিয়ামে থামারা সিথোলে সোমবার রাতে ১০টি সন্তানের জন্ম দিয়েছেন।

গোসিয়ামের স্বামী তেবোহো গণমাধ্যমকে জানান, আমার স্ত্রী ৭ মাস ৭ দিনের অন্তঃসত্ত্বা ছিলেন। ৭ ছেলে এবং ৩ মেয়ের জন্ম দিয়েছেন। এর আগে যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন গোসিয়ামে। তাদের বয়স বর্তমানে ৬ বছর।

যদিও একসঙ্গে ১০টি সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবেননি গোসিয়ামে। প্রসব করানোর আগের মুহূর্ত অবধি তিনি জানতেন তার গর্ভে ৮টি সন্তান রয়েছে। স্ক্যানের রিপোর্টে সে রকমই ধরা পড়েছিল। তাই ১০ সন্তানের জন্ম দেওয়ায় অবাক হয়েছেন গোসিয়ামে এবং তার স্বামী। তবে ১০ সন্তানই সুস্থ রয়েছে বলে জানা যায়।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গোসিয়ামেই প্রথম যিনি একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিলেন।

এনএনআর/

Exit mobile version