Site icon Jamuna Television

তুরস্কের সাগরে ইতিহাসের সবচেয়ে বড় পরিচ্ছন্নতা অভিযান

মর্মর সাগরে দেখা দেয়া আঠালো ফেনা দূর করতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে তুরস্ক। আঙ্কারা যাকে আখ্যা দিয়েছে ইতিহাসের সবচেয়ে বড় পরিচ্ছন্নতা অভিযান হিসেবে। মঙ্গলবার (৮ জুন) থেকে বিশাল পরিসরে শুরু হয় এই পরিচ্ছন্নতা কর্মসূচি।

সাগরে ছড়িয়ে পড়া রহস্যময় আঠালো পদার্থ অপসারন করতেই এই উদ্যোগ তুরস্কের। আঠালো এই পদার্থকে তুরস্ক মহামারি বলে আখ্যা দিয়েছে।

কয়েকদিন ধরেই ইস্তানবুলের কাছে মর্মর সাগরে দেখা যাচ্ছে কফের মতো এক ধরনের ফেনা। দুর্গন্ধে তীরবর্তী এলাকায়ও টিকতে পারছে না কেউ। ফলে সরিয়ে নেয়া হয়েছে পর্যটকদের।

সাগরের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে এ ফেনাকে। পরিবেশবিদরা বলছেন, দূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছানোর কারণেই এমনটি হয়েছে। এ ফেনার পুনরাবৃত্তি ঠেকাতে মর্মর সাগরকে সংরক্ষিত এলাকা ঘোষণার পরিকল্পনাও করছে তুরস্ক।

Exit mobile version