Site icon Jamuna Television

সাবেক এমপি রানার বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানা। ফাইল ছবি।

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানার বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। আজ বুধবার (৯ জুন) টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি বাদি হয়ে এ মামলা করেন।

টাঙ্গাইল পুলিশের আদালত পরিদর্শক তানভির আহমেদ জানান, টাঙ্গাইল সদর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী গোলাম কিবরিয়া বড় মনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই। তিনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগেরও সহসভাপতি। বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, গত সোমবার (৭ জুন) আমানুর রহমান খান রানা টাঙ্গাইল প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিথ্যা তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে গোলাম কিবরিয়া বড় মনি ও তার পরিবারের সদস্যদের হেয় প্রতিপন্ন করেছেন। এতে তাদের ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিকভাবে পাঁচ কোটি টাকার সম্মানহানি হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রসঙ্গত, গত ১ জুন তপন রবিদাস নামক এক ব্যক্তি টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন আমানুর রহমান খান রানা তাকে রিভলবার ঠেকিয়ে হত্যার হুমকি দিয়েছেন। এ অভিযোগ খন্ডন করতে আমানুর গত সোমবার একই স্থানে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি বড় মনি এবং ছোট মনিরের বিরুদ্ধে তার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পিকে হত্যার অভিযোগ করেন। এছাড়া বড় মনি ও ছোট মনির জার্মানিতে অস্ত্র ব্যবসা করে বিপুল অর্থ আয় করেছেন বলেও উল্লেখ করেন।

Exit mobile version