Site icon Jamuna Television

‘তবুও এগিয়ে যেতে হবে’

দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে বাংলাদেশের ফুটবল দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করার কথা বললেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া। নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে বাংলাদেশের পতাকা নিয়ে নিজের ছবি সহ পোস্ট করেন তিনি।

পোস্টে তিনি লিখেন, আমাদের এগিয়ে যেতে হবে এবং আরো কঠোর পরিশ্রম করতে হবে এবং এটাই জীবন। আমি আমার দেশের পতাকা এবং আমার দলকে খুবই ভালবাসি, যা আমার ভাষায় বোঝানো কঠিন। নিশ্চয়ই কঠোর পরিশ্রম করলে আমাদের সময় আসবেই।

ভারতের সাথে ম্যাচ নিয়ে আশাহত পুরো দল। ভুলত্রুটি নিয়ে কথা বললেও ম্যাচের ৭৯ মিনিটে প্রতিপক্ষের কাছ থেকে গোল হজম করা কিছুটা অপ্রত্যাশিত মনে করেন জামাল ভূইয়া। তবুও খেলায় এমনটা হতেই পারে ভেবে সামনে এগিয়ে যেতে চান তিনি।

Exit mobile version