Site icon Jamuna Television

দক্ষিণ কোরিয়ায় পরিত্যক্ত ভবন ধসে নিহত চলমান বাসের ৯ আরোহী

দক্ষিণ কোরিয়ায় পরিত্যক্ত ভবন ধসে নিহত চলমান বাসের ৯ আরোহী

দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে পরিত্যক্ত পাঁচতলা ভবন ধসে প্রাণ হারালেন চলমান বাসের ৯ আরোহী। বুধবারের এ দুর্ঘটনায় আরও ৮ জন আহত।

উদ্ধারকর্মীরা জানান, পরিকল্পিতভাবে বিস্ফোরকের মাধ্যমে ধসানো হচ্ছিলো ভবনটি। শ্রমিক-কর্মকর্তা সবাইকে সরিয়ে নেয়া হয় বন্ধ করা হয়েছিলো ফুটপাথও। কিন্তু কোন নিরাপত্তা বেষ্টনী না থাকায় সড়কটিতে ঢুকে পড়ে বাসটি। চালক’সহ ১৭ জন আরোহী ছিলেন বাসে।

ভবন ধসের কারণে মুহূর্তেই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে সবাই। উপস্থিত নির্মাণ শ্রমিকদের সহযোগিতায় আরোহীদের উদ্ধার করা হয়। কিন্তু ঘটনাস্থলেই প্রাণ হারান বেশিরভাগ মানুষ। বাকিদের অবস্থাও সংকটাপন্ন। চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।

এনএনআর/

Exit mobile version