Site icon Jamuna Television

দরিদ্র ও স্বল্পোন্নত ৯২ দেশকে ৫০০ মিলিয়ন ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র

দরিদ্র ও স্বল্পোন্নত ৯২ দেশকে ফাইজারের ৫০০ মিলিয়ন ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। আগামী বছরের মধ্যে এই টিকা দেয়ার পরিকল্পনা বাইডেন প্রশাসনের। কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে বণ্টন করা হবে এগুলো।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, চলতি বছরই বণ্টন করা হবে ২০০ মিলিয়ন ডোজ করোনার টিকা। বাকি ৩০০ মিলিয়ন ডোজ দেয়া হবে আগামী বছরের প্রথমার্ধ্বের মধ্যে।

তবে ইউরোপের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বৈশ্বিক টিকা কর্মসূচি নিয়ে প্রশ্ন করলেও সরাসরি জবাব দেননি তিনি। বলেন, পরবর্তীতে জানানো হবে পরিকল্পনার কথা।

এই বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, জি সেভেন সম্মেলনে টিকা বিষয়ক আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

এছাড়াও মার্কিন গণমাধ্যম জানিয়েছে, বাইডেন প্রশাসন মডার্না থেকেও টিকা ক্রয় ও অনুদানের বিষয়ে আলোচনা করছে।

Exit mobile version