Site icon Jamuna Television

মুম্বাইয়ে বহুতল ভবন ধসে আট শিশুসহ নিহত ১১

মুম্বাইয়ে বহুতল ভবন ধসে আট শিশুসহ নিহত ১১

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে বহুতল ভবন ধসে ১১ বাসিন্দা প্রাণ হারালেন। বুধবার গভীর রাতে ঘটা দুর্ঘটনায় নিহতদের ৮ জনই শিশু।

কর্তৃপক্ষ জানায়, মালার এলাকায় রাত সোয়া ১১টা নাগাদ হয় এ দুর্ঘটনা। হঠাৎ-ই ধসে পড়ে আবাসিক ভবনটি। আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তুপের নিচে আটকা আছে আরও অনেকে। তাদের জীবিত উদ্ধারে চলছে তল্লাশি অভিযান। এছাড়া পাশের তিনতলা ঝুঁকিপূর্ণ ভবন থেকেও সরানো হয়েছে বাসিন্দাদের।

গেলো ক’দিন ধরে, ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবকাঠামোগত ত্রুটির পাশাপাশি ভূমিধসের কারণেই এ দুর্ঘটনা।

এনএনআর/

Exit mobile version