Site icon Jamuna Television

বৃষ্টিতে তলিয়ে গেছে মুম্বাই

টানা মৌসুমি বৃষ্টির প্রভাবে তলিয়ে গেছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। দেশটিতে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এর মধ্যেই গত কয়েক দিনের বৃষ্টিতে তৈরি হয়েছে নতুন এ দুর্যোগ।

ভারতে গত কয়েক মাস ধরে চলছিল তীব্র দাবদাহ। এরই মধ্যে বৃষ্টিতে স্বস্তি ফেরার কথা ছিল মুম্বাইয়ে। কিন্তু কয়েকদিনের ব্যাপক বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। মুম্বাইয়ের অনেক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তীব্র যানজটে নাজেহাল নগরবাসী। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায়, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এরই ভেতর বৈরী আবহাওয়ায়, অফিসে ছুটেছে শহরবাসী।

ভারি বর্ষণে ইতিমধ্যে মুম্বাইয়ের একটি বহুতল ভবন ধসে গিয়েছে বলে ধারণা করে হচ্ছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে ১১ জন। আবহাওয়া বিভাগের পূর্বাভাস বলছে, জুলাই পর্যন্ত এমন বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

Exit mobile version