Site icon Jamuna Television

জরিমানার মুখে ছয় ইংলিশ ক্লাব

ইউরোপিয়ান সুপার লিগে যোগ দেওয়ায় উয়েফার পর ইংলিশ ক্লাবগুলোকে এবার আর্থিক জরিমানা করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। ইংলিশ ছয় ক্লাবকে ২২ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে।

গত এপ্রিলে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল, লিভারপুল ও টটেনহ্যাম ইপিএলের এই ছয় ক্লাব যোগ দিয়েছিলো ইউরোপিয়ান সুপার লিগে। কিন্তু সমর্থকদের প্রতিবাদের মুখে ৪৮ ঘণ্টার মধ্যেই লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় এই ৬ ক্লাব।

প্রিমিয়ার লিগ এবং এফএ’র এক যৌথ বিবৃতিতে ক্লাবগুলোকে ২ কোটি ২০ লাখ পাউন্ড জরিমানা করার কথা জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের কোনো প্রতিযোগিতায় জড়ালে তাদের ৩০ পয়েন্ট কাটা যাবে বলেও সতর্ক করা হয়েছে। যদি এই ছয় ক্লাবের যে কেউ ভবিষ্যতে সুপার লিগ কিংবা এই ধাঁচের কোনো প্রতিযোগিতায় নাম লেখায় তবে আর্থিক জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।

Exit mobile version