Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে কড়াকড়ি আসছে

যুক্তরাষ্ট্রে অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে ব্যক্তির অতীত রেকর্ড ও প্রয়োজনীয় নথি যাচাইয়ের ব্যাপারে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন। সোমবার, হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয় এই তথ্য।

প্রেসিডেন্ট এ বিষয়ে একটি দ্বিদলীয় বিল প্রস্তুতের নির্দেশ দিয়েছেন রিপাবলিকান সিনেটর জন করনিনকে। সম্প্রতি, ফ্লোরিডার স্কুলে হামলার ঘটনায় আবারও জোরালো হয়েছে মার্কিন অস্ত্র আইন কঠোর করার দাবি। তদন্তে বেরিয়ে এসেছে, ১৯ বছর বয়সী হামলাকারী নিকোলাস ক্রুজ গেলো বছরই ৭টি রাইফেল কেনে। যার একটি ব্যবহার করে ১৭ জনকে হত্যা করেছে সে। সোমবার, তাকে আবারও আদালতে তোলা হলে; বিচারক তদন্তের যাবতীয় তথ্য জনসম্মুখে প্রকাশ না করার নির্দেশ দেন।

কেন্দ্রীয় নীতিমালা অনুসারে, যুক্তরাষ্ট্রে কেউ অস্ত্র কিনতে চাইলে, তাকে একটি ফর্ম পূরণের পাশাপাশি দিতে হয় অতীত অপরাধ সংশ্লিষ্ট রেকর্ড। গেলো বছরও, ২৫ মিলিয়ন আবেদন জমা পড়ে এফবিআই’র পুরাতন অপরাধ যাচাই বিভাগে।

যমুনা অনলাইন: এমআইআর/টিএফ

Exit mobile version