Site icon Jamuna Television

বরিস জনসনকে হুঁশিয়ারি দেবেন জো বাইডেন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে প্রথম বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কঠোর হুঁশিয়ারি বার্তা দেবেন বলে রয়টার্সের একটি খবরে জানানো হয়েছে। ব্রেক্সিট ইস্যু ও উত্তর আয়ারল্যান্ডের শান্তি চুক্তিকে কেন্দ্র করে এই হুঁশিয়ারি দেয়া হবে। বৃহস্পতিবার (১০ জুন) কার্বিস বে উপকূলের একটি রিসোর্টে এই দুই নেতার সাক্ষাতের কথা রয়েছে।

জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে এটিই প্রেসিডেন্ট বাইডেনের প্রথম সফর।

২০১৬ সালে ব্রেক্সিট এর পক্ষে প্রচারণা চালানো ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে উদ্দেশ্য করে বাইডেন বলেন, ১৯৯৯ সালে মার্কিন হস্তক্ষেপে হওয়া ‘গুড ফ্রাইডে’ শান্তি চুক্তিটি উত্তর আয়ারল্যান্ডে তিন দশক ধরে চলমান রক্তপাতের অবসান ঘটিয়েছে। অতএব, ইউরোপীয় ইউনিয়ন বিচ্ছেদের নামে এসব আলোচনা বন্ধ করুন।

হোয়াইট হাউজের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জেক সুল্লিভান জানান, প্রেসিডেন্ট বাইডেনের গুড ফ্রাইডে চুক্তির ওপর দৃঢ় বিশ্বাস আছে। এই বিষয়ে তার ভাবনা পুরোপুরি পরিষ্কার। তিনি আরও জানান, যারা এই শান্তি চুক্তি ক্ষুণ্ন করার যে কোনো পদক্ষেপকে যুক্তরাষ্ট্র স্বাগতম জানাবে না।

লন্ডনে চলমান উত্তেজনা নিয়ে সম্প্রতি টাইমস পত্রিকায় একটি সংবাদ প্রকাশের পর জো বাইডেন এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Exit mobile version