Site icon Jamuna Television

পেছালো তিন আসনের উপনির্বাচনও

করোনাভাইরাসে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বেড়ে যাওয়ায় সারাদেশে পেছানো হয়েছে তিনটি আসনের উপনির্বাচন। সাথে পেছানো হয়েছে ১৬৩টি ইউনিয়ন পরিষদের ভোেও। জানানো হয়েছে আপাতত অনিুষ্ঠিত হচ্ছে না ৯ পৌরসভা নির্বাচনও।

বৃহস্পতিবার (১০ জুন) সভা শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দাকার। তবে সাংবিধানিক নির্দেশনা থাকায় লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন পূর্ব নির্ধারিত ২১ জুন তারিখেই হচ্ছে। আর ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ সংসদীয় আসনের উপ নির্বাচন হচ্ছে ২৮ জুলাই। এই তিনটি আসনের নির্বাচন ১৪ জুলাই হওয়ার কথা ছিল।

করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকির মধ্যে আইইডিসিআর এর সুপারিশ বিবেচনায় নিয়ে এবং স্থানীয় প্রশাসন ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব।

Exit mobile version