Site icon Jamuna Television

ছোটভাইকে খুন করে বড়ভাই গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় ছোট ভাইকে খুন করার দায়ে বড় ভাইকে গ্রেফতার করেছে সিআইডি। সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সিআইডির অ্যাডিশনাল ডিআইজি ইমাম হোসেন।

ব্রিফিংয়ে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১ জুন চান্দাবো গ্রামে বড় ভাই রমিজ দা দিয়ে কোপ দেয় ছোট ভাই আফজাল উদ্দিন শেখকে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার সময় মারা যায় আফজাল উদ্দিন শেখ। আফজালের স্ত্রী রাতেই বাদি হয়ে রমিজ উদ্দিন শেখ ও তার স্ত্রী নাজনিয়ারাকে আসামি করে মামলা দায়ের করে।

পরে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত থেকে রমিজ উদ্দিনকে গ্রেফতার করা হয় তাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রমিজ উদ্দিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সিআইডি।

Exit mobile version