Site icon Jamuna Television

নতুন সেনাপ্রধান হচ্ছেন এস এম শফিউদ্দিন আহমেদ

এস এম শফিউদ্দিন আহমেদ। ফাইল ছবি।

লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপতির নির্দেশক্রমে উপসচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে , আগামী ২৪ জুন থেকে এস এম শফিউদ্দিন আহমেদের পদোন্নতি কার্যকর হবে। নিয়োগের পরবর্তী তিন বছর এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বর্তমানে শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্বরত আছেন।

Exit mobile version