Site icon Jamuna Television

সেরা শক্তির দল নিয়েই কোপায় খেলছে ব্রাজিল

কোপা আমেরিকার জন্য সেরা শক্তির দল ঘোষণা করেছে ব্রাজিল। যে দলে আছে নেইমার, ক্যাসেমিরো, অ্যালিসন সহ সম্ভাব্য সব তারকা ফুটবলার। সোমবার থেকে শুরু হচ্ছে ল্যাটিন ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা।

গত ৮ জুন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়েকে হারানোর পর দল ঘোষণার সাথে ব্রাজিলের ফুটবলাররা এটাও নিশ্চিত করেন যে, তাদের আপত্তি আয়োজকদের বিরুদ্ধে; জাতীয় দলে খেলা নিয়ে নয়। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ব্রাজিল জানিয়েছে দল হিসেবে তারা একতাবদ্ধই আছে। কোপার আয়োজন নিয়ে কনমেবলের নানা পদক্ষেপে বিভিন্ন মানবিক ও পেশাগত কারণে তারা সন্তুষ্ট নয়। কিন্তু শেষ পর্যন্ত তারা পেশাদার ফুটবলার যারা দাঁড়িয়ে আছে ঐতিহাসিক হলুদ সবুজ জার্সিতে আরো একটা মিশনের সামনে।

ঘরের মাঠের এই আসরের জন্য সেরা শক্তির ২৪ সদস্যের দল ঘোষণা করলো ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ দুই ম্যাচের দলে মাত্র একটি পরিবর্তন এনেছেন কোচ তিতে। বেনফিকার ডিফেন্ডার লুকাস ভেরিসিমোর জায়গায় এসেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফেলিপে। চোটের কারণে দলে নেই দানি আলভেস।

Exit mobile version