
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীর ওপর স্থাপিত শেখ হাসিনা সেতুর এপ্রোচ সড়কের একাংশ ধসে পড়েছে। ফলে সেতুটিতে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
সড়কে চলাচলকারীরা জানিয়েছেন, গত দুইদিনের ভারী বর্ষণে এমন ধসের সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেতুর শেষাংশ থেকে নির্মিত এপ্রোচ সড়কের এক পাশে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের গাইডওয়ালের ব্লকগুলো সরে গিয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
২০১৭ সালে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি উদ্বোধনের এক বছর না যেতেই বিভিন্ন স্থানে ঢালাই নষ্ট হয়ে সেতুতে ছোট বড় গর্তের সৃষ্টি হয়। এরপর থেকেই সেতুর ওপর ধীর গতিতে যানবাহন চালাতে হচ্ছে চালকদের।
এই সড়কে চলাচলকারী বাসচালক সাইফুল ইসলাম বলেন, দ্রুত সেতুর সংস্কার প্রয়োজন। তা না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারী প্রকৌশলী এস এম আলামিন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা ইতিমধ্যে সেখানে কাজ শুরু করে দিয়েছি। স্থায়ীভাবে গাইড ওয়াল মেরামত কারা হচ্ছে যাতে বৃষ্টির পানি প্রবেশ করতে না পারে। ব্রিজের উপরের গর্তগুলো শীঘ্রই মেরামত করা হবে।
 
				
				
				
 
				
				
			


Leave a reply