Site icon Jamuna Television

রোহিঙ্গাদের ভাসানচরে পাঠাতে বাংলাদেশকে সাহায্য করবে জাতিসংঘ

ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরে বাংলাদেশের সাথে কাজ করার প্রক্রিয়া শুরু করেছে জাতিসংঘ। তবে স্থানান্তরে রোহিঙ্গাদের মতামতকে গুরত্ব দিতে আবারও জোর দিয়েছে ইউএনএইচসিআর।

সকালে দুর্যোগ ব্যাবস্থাপণা মন্ত্রণালয়ে বৈঠক শেষে এ কথা বলেন, ইউএনএইচসিআর এর আবাসিক প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লো। তিনি বলেন জাতিসংঘ ভাসানচরে কীভাবে কাজ শুরু করবে সে বিষয়ে আলাপ আলোচনা চলছে। অন্যান্য রোহিঙ্গাদের স্থানান্তরে তাদের মতামত নেয়া জরুরি বলেও মন্তব্য করেন জোহানেস ভ্যান।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মহসীন বলেন, এরইমধ্যে ভাসানচরে জাতিসংঘের সাথে কাজের ক্ষেত্রে একটি খসড়া কর্মপ্রক্রিয়া তৈরি করা হয়েছে। তবে মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোই সরকারের প্রধান উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।

Exit mobile version