Site icon Jamuna Television

রাজশাহীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রাজশাহীর গোদাগাড়ীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে দুইজন। আহত হয়েছে অন্তত আট জন।

মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার কামারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে যাত্রিবাহী একতা বাস চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের কামারপাড়ায় পৌঁছালে, বিপরীত দিক আসা রাজশাহীগামী মহানন্দা বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মহানন্দা বাসের ২ যাত্রী মারা যায়। আহত ৮ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায় নি।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version