Site icon Jamuna Television

ডিপিএলে আবাহনী ও প্রাইম ব্যাংকের জয়

আজ (১০ জুন) বিকেএসপির ৩ নম্বর মাঠে ৩ রানে জিতেছে প্রাইম ব্যাংক। জয়ের জন্য শেষ ওভারে প্রাইম দোলেশ্বরের দরকার ছিল ৩১ রান, ব্যাট করছিলেন বোলার কামরুল ইসলাম রাব্বি। জাতীয় দলের পেসার রুবেল হোসেনের ৬ বলের ৪ টিতেই ছক্কা আসলেও ৩ রানে হেরে যায় প্রাইম দোলেশ্বর। সেই সাথে দোলেশ্বরকে টপকে এখন টেবিল টপার প্রাইম ব্যাংক। টপ অর্ডারে তামিম ইকবাল ও রনি তালুকদার ব্যর্থ হবার পর মিথুনের হাফ সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ১৫১ রান তোলে প্রাইম ব্যাংক। জবাবে শেষ দিকে রাব্বির ঝড়ো ১২ বলে ৩৮ রানের ইনিংসের পরেও প্রাইম দোলেশ্বর থামে ১৪৮ এ।

আরেক ম্যাচে শাইনপুকুরের প্রতিপক্ষ ছিলো আবাহনী। প্রথমে ব্যাট করা আবাহনীকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার নাইম শেখ ও আফিফ হোসেন। দুজন মিলে ১২ ওভারে যোগ করেন ১১১ রান। হাফ সেঞ্চুরি করেন আফিফ। আর ৫০ বলে ৭০ রানের উইলো আসে নাইমের ব্যাট থেকে। শেষ দিকে আর কেউ দাঁড়াতে না পারলেও ২০ ওভার শেষে আবাহনীর স্কোর দাঁড়ায় এবারের ডিপিএল সর্বোচ্চ ১৮৩। তানভির নেন ৪ উইকেট। এরপর বৃষ্টি এলেও রক্ষা পায়নি শাইনপুকুর। অধিনায়ক তৌহিদ হৃদয় ৩৬ ও মাহিদুল ইসলাম অঙ্কন করেন ১৫ বলে ৩১। সাইফুদ্দিনের বোলিং তোপে শাইনপুকুরের স্কোর থামে ১২৩ এ। ডাকওয়ার্থ লুইস মেথডে আবাহনী পায় ২৫ রানের জয়। ম্যাচ সেরা হন মোহাম্মদ নাইম।

Exit mobile version