Site icon Jamuna Television

করোনার দ্বিতীয় ধাক্কায় ভারতে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়ালো

ভারতে করোনা মহামারির দ্বিতীয় ধাক্কায় ২ লাখের ওপর মানুষ প্রাণ হারালেন। গত ১ মার্চ থেকে দৈনিক করোনায় মারা গেছেন গড়ে দু’হাজার ভারতীয়।

ভারতের জাতীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসারে, দেশটিতে করোনায় মোট প্রাণহানি তিন লাখ ৬৩ হাজার ছাঁড়ালো। গত ২৪ ঘণ্টায়ও করোনার প্রকোপে দেশটিতে মৃত্যুবরণ করেন তিন হাজার ৪০২ জন।

টানা চতুর্থ দিনের মতো লাখের নিচে শনাক্ত হলো সংক্রমণ। গত তিন সপ্তাহ ধরেই নিম্নমুখী ভারতে করোনায় মৃত্যু-সংক্রমণের হার।

মে মাসের প্রথম সপ্তাহেই ১৬ হাজারের ওপর মৃত্যু দেখেছে মাত্র তিনটি রাজ্যে। এ তালিকার শীর্ষে মহারাষ্ট্র। এরপরই রয়েছে বিহার। গত বুধবারই রাজ্যটির মৃত্যু তালিকা সংশোধন এবং সমন্বয় করা হয়।

ভারতে মোট ২ কোটি ৯৩ লাখের মতো সংক্রমণ শনাক্ত হয়েছে।

Exit mobile version