Site icon Jamuna Television

দলীয় পদ থেকে এমপি জাফর আলমের অব্যাহতি, প্রতিবাদে অনুসারীদের বিক্ষোভ

গতকাল বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে জেলা আওয়ামী লীগের জরুরি সভায় চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়। পাশাপাশি তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিস্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশের সিদ্ধান্তও হয়।
সংসদ সদস্য জাফর আলমকে দল থেকে অব্যাহতির প্রতিবাদে ।

এই খবর ছড়িয়ে পড়লে চকরিয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে তার অনুসারীরা। রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রাত সাড়ে দশটার দিকে চকরিয়া থানা রাস্তা মোড়ে কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন জাফর আলম। দলীয় গঠনতন্ত্র না মেনে অব্যাহতির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল আলম জানান, গত ৮ জুন চকরিয়া পৌরসভার মেয়র ও নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর চৌধুরীকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় এমপি জাফরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

Exit mobile version