Site icon Jamuna Television

ম্যাকরনকে চড় মারা সেই ব্যক্তি ৪ মাসের কারাদণ্ডে দণ্ডিত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে জনসম্মুখে চড় মারার অভিযোগে আটক ব্যক্তিকে ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১০ জুন) আদালত প্রথমে অভিযুক্ত ডেমিয়েন তেরেল (২৮) এর বিরুদ্ধে ১৮ মাসের সাজা ঘোষণা করেন। পরে তার ১৪ মাসের সাজা মওকুফ করা হয়।

গত মঙ্গলবার (৮ জুন) ফ্রান্সের দক্ষিণাঞ্চল পরিদর্শনে যান প্রেসিডেন্ট ম্যাকরন। সেখানে তিনি উপস্থিত ফরাসিদের সাথে কুশল বিনিময় করছিলেন। এমন সময় দর্শনার্থীদের সারিতে দাঁড়িয়ে থাকা ডেমিয়েন তেরেল (২৮) অকস্মাৎ তার সামনে দাঁড়িয়ে থাকা প্রেসিডেন্টের গালে সজোরে চড় মারে। মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি।

হামলাকারী ডেমিয়েনের বিরুদ্ধে সরকারি কর্তাব্যক্তিদের ওপর সহিংসতা ঘটানোর অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত দামিয়েন ডানপন্থী রাজনীতির সমর্থক এবং ফ্রান্সের ইয়েলো-ভেস্ট আন্দোলনের সাথে যুক্ত ছিলো বলে জানা গেছে।

Exit mobile version