Site icon Jamuna Television

চীনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

জিন জিয়াং প্রদেশকে যেন নরককুণ্ডে পরিণত করেছে চীন সরকার। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করেই সংখ্যালঘুদের ওপর তারা চালাচ্ছে মানবতাবিরোধী নির্যাতন।

বৃহস্পতিবারে প্রকাশিত নতুন এক প্রতিবেদনে এ অভিযোগ তুলেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ৫৫ ভুক্তভোগীর সাক্ষাৎকার সংযুক্ত করা হয় ১৬০ পৃষ্ঠার এই প্রতিবেদনে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, উইঘুরদের পাশাপাশি কাজাখ এবং অন্যান্য সংখ্যালঘুরাও সরকারের গণগ্রেফতার, নজরদারি এবং নির্মম নির্যাতনের শিকার। অভিযোগগুলো প্রমাণে জাতিসংঘের স্বাধীন ও সুষ্ঠু তদন্ত দাবি করেছে অ্যামনেস্টি।

মানবাধিকার সংস্থাটির অভিযোগ, বিষয়টির সুরাহায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শি জিনপিং সরকারের বিরুদ্ধে ১০ লাখ উইঘুর মুসলিমকে জোরপূর্বক বন্দি রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে। জোরপূর্বক ধর্মীয় মতাদর্শ পরিবর্তনের পাশাপাশি শুকরের মাংস খাওয়ানোর অভিযোগও তুলেছে ভুক্তভোগীরা।

Exit mobile version