Site icon Jamuna Television

হাইপারলুপে মুম্বাই থেকে পুনে ২৫ মিনিটে

পুনে থেকে মুম্বাই ও নাভি মুম্বাইয়ে তৈরি হতে যাওয়া নতুন বিমান বন্দরের মধ্যে যাতায়াতের সময় কমাতে যোগাযোগ সর্বশেষ উচ্চ মান সম্পন্ন প্রযুক্তি হাইপারলুপ স্থাপন করবে ভারত।

ভার্জিন গ্রুপ গত রোববার এ ঘোষণা দেয়। বর্তমানে মুম্বাই থেকে পুনে যেতে স্থলপথে তিন ঘণ্টার মতো সময় লেগে যায়। হাইপারলুপ স্থাপন করলে ২৫ মিনিটে যাতায়াত করা যাবে।

যদিও এ পদ্ধতিতে ঘণ্টায় ৩৮৬ কিলোমিটার গতির বিষয়টি যুক্তরাষ্ট্রে নেভাদায় পরীক্ষাধীন রয়েছে। তবে হাইপারলুপে ব্যবহৃত বাহনটি ঘণ্টায় প্রায় এক হাজার কিলোমিটার গতিতে চলতে সক্ষম বলে জানিয়েছে প্রস্তুতকারক কোম্পানিটি।

ভার্জিন গ্রুপ দাবি করছে, হাইপারলুপ প্রকল্পটি ৩০ বছর সময়কালে ভারতের আর্থ-সামাজিক খাতে ৫৫ বিলিয়ন ডলার যোগ করবে।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version