Site icon Jamuna Television

উয়েফা’র নির্দেশে জার্সিতে পরিবর্তন আনতে যাচ্ছে ইউক্রেন

শেষ মুহুর্তে আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জার্সিতে পরিবর্তন আনতে হচ্ছে ইউক্রেনকে। দেশটিকে জার্সি থেকে রাজনৈতিক স্লোগান সরানোর নির্দেশ দিয়েছে উয়েফা।

ইউক্রেনের জার্সিতে লেখা ‘গ্লোরি টু দ্যা হিরোস’ অংশটি বাদ দিতে বলা হয়েছে দেশটিকে। তাদের জার্সি নিয়ে রাশিয়ার অভিযোগের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেয় উয়েফা। রাশিয়ার দাবি, এই জার্সির মাধ্যমে রাজনৈতিক উস্কানি দিচ্ছে ইউক্রেন।

উয়েফার মতেও ‘গ্লোরি টু দা হিরোস’ ও ‘গ্লোরি টু ইউক্রেন’ একত্রে ব্যবহার করায় তা রাজনৈতিক অর্থ বহন করে। তাই দেশটিকে শুধু ‘গ্লোরি টু ইউক্রেন’ লেখা রাখার পরামর্শ দিয়েছে ইউরোপিয়ো ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

তবে জার্সিতে মানচিত্রের অংশে ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ তুলে ধরায় আইন লঙ্ঘন হয়নি বলেও জানিয়েছে উয়েফা।

Exit mobile version