Site icon Jamuna Television

রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের প্রাণহানি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনা উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টা থেকে আজ শুক্রবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব রোগী মারা যায়।

করোনা পজেটিভে মারা যাওয়া সাতজনের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুই এবং নাটোরের একজন রয়েছেন। এছাড়া উপসর্গে মারা যাওয়া আটজনের মধ্যে রাজশাহীর চারজন এবং চাঁপাইনবাবগঞ্জের চারজন রোগী রয়েছেন।

শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলো মোট ২৯৭ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৩ জন।

Exit mobile version