Site icon Jamuna Television

১ম ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে উইন্ডিজ

ঘরের মাঠে টসে জিতে ব্যাটিং নিয়েও ১ম ইনিংসে ১০০ রানও সংগ্রহ পারলো না উইন্ডিজ। সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে মাত্র ৯৭ রানে অলআউট হয়েছে স্বাগতিক ক্যারিবিয়রা।

সেন্ট লুসিয়ায় প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদি ও এনরিক নরকিয়ার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৪০ ওভার ৫ বল স্থায়ী হয় উইন্ডিজের ১ম ইনিংস। দূর্দান্ত বোলিং নৈপূণ্য দেখিয়ে ১৯ রানে ৫ উইকেট শিকার করেছেন লুঙ্গি এনগিদি, আর তারই সতীর্থ নরকিয়া ৪ টি উইকেট নিয়েছেন। উইন্ডিজের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২০ রান করেছেন জেসন হোল্ডার।

জবাবে ১ম ইনিংসে ব্যাটিং করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা।

Exit mobile version