Site icon Jamuna Television

ইউরোপীয়দের ভ্রমণে সতর্কবার্তা ডব্লিউএইচও’র

ইউরোপীয়দের ভ্রমণে সতর্কবার্তা দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গ্রীষ্মকালীন ছুটি কাটাতে দেশের বাইরে গেলে ফের করোনার সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। গত বৃহস্পতিবার (১০ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান হ্যানস ক্লুগে বলেন, বিস্তার কমতে শুরু করলেও ঝুঁকিমুক্ত নয় মহাদেশটি।

হ্যানস ক্লুগে আরও বলেন, ইউরোপে করোনার সংক্রমণ কমছে। এর মাঝেই বিপজ্জনকহারে বেড়েছে গণজমায়েত এবং উন্মুক্ত স্থানে চলাচল। সামনেই নানা ক্রীড়া অনুষ্ঠান আর উৎসব। এ কারণে ভ্রমণে সতর্কতা জারি করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় বিভাগ। সবাইকে সচেতন-দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।

Exit mobile version