Site icon Jamuna Television

সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে পাবনায় খুললো একটি স্কুল

অনলাইন নয়, পাবনায় সরাসরি শ্রেণিকক্ষে ক্লাস করতে স্কুল প্রাঙ্গণে উপস্থিত হয়েছে কয়েকশ’ স্কুল শিক্ষার্থী।

করোনায় সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে খোলা রয়েছে পাবনা শহরের শালগাড়িয়া এলাকার আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ নামক একটি শিক্ষাপ্রতিষ্ঠান। বেসরকারি এই শিক্ষা স্কুলটিতে প্রভাতী ও দিবা শাখা মিলিয়ে অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছেন চার শতাধিক।

শিক্ষকরা বলছেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীদের স্কুলে এনে কোচিংয়ের মতো করে পড়ানো হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালক জহিরুল ইসলামের দাবি, অভিভাবকদের ক্রমাগত চাপ এবং শিক্ষকদের বেতন দিতেই খোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি।

স্কুল খোলা নিয়ে তুমুল আলোচনা সৃষ্টি হওয়ায় বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ।

Exit mobile version