Site icon Jamuna Television

ইয়েমেনের আবাসিক এলাকায় হুতি বিদ্রোহীদের মিসাইল হামলা, নিহত ৮

গত বৃহস্পতিবার (১০ জুন) ইয়েমেনের মারিব অঞ্চলে হুতি বিদ্রোহীদের চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে ৮ জন বেসামরিক নাগরিক, আহত হয়েছে আরো ২৭ জন। সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজের বরাত দিয়ে একজন ইয়েমেনি সরকারি কর্মকর্তা এমন খবর জানিয়েছেন।

খবরে বলা হয়, ইরানের মদদপুষ্ট হুতি বিদ্রোহীরা গত বৃহস্পতিবার একটি শিশুর জানাজায় অংশ যাওয়া সাধারণ নাগরিকদের ওপর ব্যালাস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মারিব কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ আল শাহদাদি বলেন, মারিবের বিভিন্ন আবাসিক এলাকা লক্ষ্য করেও হামলা চালানো হচ্ছে।

ইয়েমেনের সেনাবাহিনী এক বিশেষ বিবৃতিতে জানিয়েছে, হুতি বিদ্রোহীরা দুইটি ব্যালাস্টিক মিসাইল ও দুইটি ড্রোনের সাহায্যে এই হামলা চালায়।

মারিবের আবাসিক এলাকায় লিয়ান নামক একটি শিশুর জানাজার সময় এ হামলা চালানো হয়। এতে শতাধিক মানুষ অংশ নিয়েছিলেন। এর আগে গত শনিবার (৫ জুন) হুতি বিদ্রোহীদের চালানো ভিন্ন আরেকটি হামলায় নিহত ২১ জনের মধ্যে লিয়ান ও তার বাবাও ছিল।

Exit mobile version