Site icon Jamuna Television

কক্সবাজারে ১শ’ দুই লিটার চোলাই মদসহ আটক ১০

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরের বড়বাজার রাখাইন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১শ’ ২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ১০ জনকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার ১০ জুন রাত ৯টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- মীমাদু রাখাইন, উমে রাখাইন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ তারেক, মোহাম্মদ আব্দুল্লাহ, শাহআলম, বাসুদেব ধর, খোরশেদ আলম ও নুরুল আলম।

শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম কক্সবাজার থানাধীন বড়বাজার রাখাইন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উল্লিখিত আসামিদের হেফাজতে থাকা ১০২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ১নং আসামি মীমাদু রাখাইনের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version