Site icon Jamuna Television

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিশুসহ ১২ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর ভাসানচরের আশ্রয়ণ থেকে পালিয়ে আসা ৫ শিশু, ৪ মহিলাসহ মোট ১২ রোহিঙ্গাকে আটক করে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করেছে স্থানীয় লোকজন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

শুক্রবার সকালে চরএলাহি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণের ঘাট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- খায়ের হোসেন (৩৫), রাশেদা (২৩), খতিজা (৮৩), মমিনা বেগম (২৬), ইউছুফ (৩৫), সিদ্দিক (২০), জুবায়েদা (১৬), আবুল হায়েজ (১৩), শহিদ (৬), তারেক (৮), আরমান (১) ও ওমাহের (৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি ভাড়া নৌকাযোগে আসা ১২ জন রোহিঙ্গাকে চরএলাহি দক্ষিণ ঘাটে আটক করে স্থানীয় লোকজন। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ভাসানচর থেকে পালিয়ে তারা তাদের পুরাতন ক্যাম্প কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিলো। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের ভাসানচর ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউএইচ/

Exit mobile version