Site icon Jamuna Television

নাটোরে স্বামীর পরকীয়ার বলি হয়েছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শাহিনুর বেগম হত্যা রহস্য উন্মোচন করেছে পুলিশ। স্বামী রাশিদুল ইসলামের পরকীয়ার জেরে গৃহবধূ শাহিনুর খুন হয়েছিলেন বলে পুলিশের অনুসন্ধানে উঠে এসেছে।

শুক্রবার (১১ জুন) বেলা ১১টায় খুনের ঘটনার বিবরণ ও আসামি গ্রেফতারের তথ্য জানিয়ে সংবাদ সম্মেলন করেন নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের।

তিনি জানান, নিহত শাহিনুরের স্বামী রাশিদুল ইসলাম প্রতিবেশী মতিউর রহমানের স্ত্রী আছমা খাতুনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। গত ৩১ মে রাশিদুল আছমাকে নিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। এরই প্রতিশোধ নিতে আছমার স্বামী মতিউর সুযোগ বুঝে শাহিনুরকে হাসুয়া দিয়ে গলা ও পায়ের রগ কেটে হত্যা করে।

এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে হত্যাকাণ্ডের সাথে জড়িত মতিউর রহমানকে গ্রেফতার করে ও বাড়ির পাশের জঙ্গল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়াটি উদ্ধার করে। অভিযুক্ত মতিউরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version