Site icon Jamuna Television

ইতিহাসের নিকৃষ্টতম প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কোনো ‘আদার ব্যাপারি’ এ ধরনের কথা বলেননি। খোদ দেশটির দুই শ’ শীর্ষস্থানীয় রাষ্ট্র বিজ্ঞানী এ কথা বলছেন।

২০১৮ প্রেসিডেন্টস অ্যান্ড এক্সিকিউটিভ পলিটিক্স প্রেসিডেন্সিয়াল গ্রেটনেস সার্ভি শীর্ষক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

প্রতি চার বছর পর পর এ জরিপটি করা হয়ে থাকে। আমেরিকান পলিটিকাল সাইন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টস অ্যান্ড এক্সিকিউটিভ পলিটিক্স শাখার সমাজ বিজ্ঞান বিষয়ক গবেষকরা এ জরিপে যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রেসিডেন্টদের শুন্য থেকে এক শত মধ্যের নম্বর দিয়ে থাকেন। একশত নম্বর মানে গ্রেট, ৫০ নম্বর মানে গড় পড়তা প্রেসিডেন্ট।

জরিপের তথ্য অনুসারে, ট্রাম্প গড়ে ১২ দশমিক ৩৪ পয়েন্ট পেয়ে জেমস বুকানন-এর সঙ্গে যৌথভাবে তালিকার একেবারে তলানিতে রয়েছেন। সেরা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অবধারিতভাবে সবার শীর্ষে রয়েছেন আব্রাহাম লিংকন।

 

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version