Site icon Jamuna Television

কানাডায় মুসলিম পরিবারকে হত্যা: মূল অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে

কানাডায় মুসলিম পরিবারকে হত্যা: মূল অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে

কানাডায় এক পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেন ২০ বছর বয়সী ট্রাকচালক নাথানিয়েল ভেল্টম্যান। আগামী সোমবার আবারও শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হবে তাকে।

আদালতে দেয়া তদন্ত প্রতিবেদনে পুলিশ জানায়, হামলাটি পুরোপুরি বিদ্বেষপ্রসূত। মুসলমান বুঝতে পেরে ওই পরিবারের সদস্যদের ওপর ইচ্ছে করে ট্রাক উঠিয়ে দিয়েছিলেন ভেল্টম্যান। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে তদন্তের বেশির ভাগ তথ্যই এখন প্রকাশ করা হবে না বলেও জানানো হয়।

গেল রোববার, ওন্টারিও প্রদেশের লন্ডন শহরে ওই হামলায় নিহত হয় মুসলিম একটি পরিবারের চার সদস্য।

এনএনআর/

Exit mobile version