Site icon Jamuna Television

টাঙ্গাইলে পার্ক বাজারে আগুন, পুড়লো ১০ দোকান

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইল পৌর এলাকার কলেজ পাড়া রোড সংলগ্ন পার্ক বাজারে কাঁচা মালের আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১১ জুন) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের তিনটি ইউনিটের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আড়তে থাকা আদা, রসুন, পেয়াজ, পটল, আলু, কাঁচা মরিচ ও আমসহ ব্যবসায়ীদের অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কাঁচামাল ব্যবসায়ী নান্নু মিয়া জানান, আমার ক্রয়কৃত প্রায় ১ লক্ষ টাকার আমসহ ৪০ বস্তা রসুন পুড়ে গেছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Exit mobile version