Site icon Jamuna Television

আবারও মাঝ আকাশে মুখোমুখি রুশ-মার্কিন যুদ্ধবিমান

আবারও মাঝ আকাশে মুখোমুখি রুশ-মার্কিন যুদ্ধবিমান

আবারও মাঝ আকাশে মুখোমুখি হয়েছে রাশিয়া ও মার্কিন যুদ্ধবিমান। রাশিয়া বলছে আকাশসীমা লঙ্ঘন করে একটি মার্কিন গোয়েন্দাবিমান নজরদারি চালাচ্ছিলো রুশ ভূখণ্ডে।

মস্কো বলছে, আরসি-১৩৫ নামক বিমানটিকে বারবার সতর্ক করা সত্ত্বেও সেটি রুশ আকাশসীমা পরিত্যাগ করেনি।

রাশিয়া পাল্টা ব্যবস্থা হিসেবে ক্ষেপণাস্ত্রবাহী একটি রুশ ফাইটার জেট দিয়ে মার্কিন গোয়েন্দা বিমানকে ধাওয়া করলে মার্কিন বিমানটি পালিয়ে যায় বলে দাবি মস্কোর।

এনএনআর/

Exit mobile version