Site icon Jamuna Television

করোনায় প্রায় এক কোটি শিশু যুক্ত হয়েছে শ্রমবাজারের সাথে: ইউনিসেফ

করোনায় প্রায় এক কোটি শিশু যুক্ত হয়েছে শ্রমবাজারের সাথে: ইউনিসেফ

করোনা মহামারির কারণে বেড়েছে শিশুশ্রম। গেল একবছরে প্রায় এক কোটি শিশু বাধ্য হয়েছে শ্রমবাজারের সাথে যুক্ত হতে। নতুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইউনিসেফ।

এতে বলা হয়, বিশ্বজুড়ে শিশু শ্রমিকের সংখ্যা ২০২০ সালে ১৬ কোটি অতিক্রম করেছে। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত এ তালিকায় যোগ হয়েছে ৮৪ লাখ শিশু, যা গেল ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে করোনা মহামারিকালে ভেঙেছে অতীতের সব রেকর্ড। প্রায় ১ কোটি শিশু বাধ্য হয়েছে শ্রম পেশায় অংশ নিতে।

জাতিসংঘ সতর্কতা জানিয়ে বলেছে, আগামী দুই বছরে তালিকায় যুক্ত হতে পারে পাঁচ কোটি শিশু শ্রমিক। এ অবস্থায় নতুন করে দারিদ্র্যের মুখে পড়া লাখ লাখ পরিবারের সহায়তায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে ইউনিসেফ।

এনএনআর/

Exit mobile version