Site icon Jamuna Television

মালয়েশিয়ায় আবারও দুই সপ্তাহের লকডাউন

মালয়েশিয়া প্রতিনিধি:

মালয়েশিয়ায় দুই সপ্তাহের জন্য লকডাউন বাড়ানো হয়েছে। আগামী ১৫ জুন দেশটিতে চলমান লকডাউন শেষ হওয়ার কথা থাকলেও তা আগামী ২৮ জুন পর্যন্ত বহাল রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

এক বিবৃতিতে দেশটির সিনিয়র সুরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব বলেছেন, দৈনিক করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মালয়েশিয়ায় এখনও দৈনিক ৫ হাজারের বেশি মানুষ সংক্রমিত হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিনের সভাপতিত্বে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শের ভিত্তিতে জাতীয় সুরক্ষা কাউন্সিলের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে আজ শুক্রবার (১১ জুন) মালয়েশিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৮৪ জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৩ হাজার ৭৬৮ জন। একই সময় ব্যবধানে দেশটি করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৪৯ জন। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৪১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৩ হাজার ৭৭৯ জন।

Exit mobile version