Site icon Jamuna Television

নরেন্দ্র মোদিকে দাড়ি কাটতে একশ রুপি পাঠালো এক চা বিক্রেতা

নরেন্দ্র মোদি। ফাইল ছবি।

ভারতের এক চা বিক্রেতা নরেন্দ্র মোদিকে দাড়ি কাটার জন্য একশ রুপি মানি অর্ডার করেছেন। সাথে পাঠিয়েছেন এক চিঠি। ভারতীয় গণমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে জানানো হয়েছে এমন তথ্য।

মহারাষ্ট্রের বাসিন্দা অনিল মোরে মোদিকে লেখা ওই চিঠিতে বলেছেন, প্রধানমন্ত্রী দাড়ি বাড়াচ্ছেন। অথচ তার যদি কিছু বাড়াতেই হয়, তবে তা হলো দেশের মানুষের কর্মসংস্থান। তার উচিত দেশের মানুষের জন্য ভ্যাকসিন ও অন্যান্য চিকিৎসা সেবার ব্যবস্থা করা, লকডাউনে দেশের মানুষের যে দুর্ভোগ হয়েছে তা নিরসনে পদক্ষেপ নেয়া।

প্রধানমন্ত্রীর প্রতি তার চূড়ান্ত শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে উল্লেখ করে অনিল মোরে লিখেছেন, প্রধানমন্ত্রীকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। দেশের গরিবদের কষ্ট যেভাবে বাড়ছে, আমি শুধু চেয়েছি সেদিকে তার দৃষ্টি আকর্ষণ করতে।

চিঠিতে করোনায় মারা যাওয়া সদস্য আছে এমন পরিবারকে পাঁচ লাখ রুপি আর লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রিশ হাজার রুপি করে সাহায্য দিতেও অনুরোধ করেন অনিল মোরে।

Exit mobile version