Site icon Jamuna Television

ফিলিস্তিনের জন্য টাকা তুলে আত্মসাৎ, আটক এক

ফেসবুকে একাধিক ভুয়া আইডি খুলে ফিলিস্তিনের জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে আত্মসাৎ করা এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। প্রকৃত নাম ইয়াসিন আরাফাত হলেও ফেসবুকে ওই প্রতারকের নাম আবদুল্লাহ আল ফয়সাল। নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দেওয়া ইয়াসিন মূলত পড়াশোনা করে দিনাজপুর সরকারি কলেজে।

রাবির শহীদ হবিবুর রহমান হলের আবাসিক ছাত্র হিতেবে দাবি করা ওই প্রতারক নিজেকে কয়েকটি মোবাইল ব্যাংকিং এজেন্ট বলেও পরিচয় দিতো ফেসবুকে।

ইয়াসিন ছাড়াও আরও কয়েকটি প্রতারক চক্রকে চিহ্নিত করা হয়েছে বলেও জানায় গোয়েন্দারা। মেয়েদের পেছনে ওড়ানোর জন্যই টাকা আত্মসাৎ করতো বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে প্রতারক ইয়াসিন। ডিএমপির ডিসি (ডিবি-গুলশান) মশিউর রহমান বলছেন, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে অনলাইনে প্রতারণার হার দিনেক দিন বাড়ছে।

Exit mobile version