Site icon Jamuna Television

চীনে গাধা রপ্তানি করছে পাকিস্তান

চীনের কাছে গাধা রপ্তানি করছে পাকিস্তান। গাধার চামড়া থেকে তৈরি এক প্রকার ওষুধের বেশ কদর রয়েছে চীনে।

পাকিস্তানের দৈনিক সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউন শুক্রবার (১১ জুন) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। এক সমীক্ষার বরাত দিয়ে তারা জানিয়েছে, পাকিস্তানে চলমান অর্থবছরে প্রায় ১ লাখ গাধা বেড়েছে। ফলে দেশটিতে মোট গাধার সংখ্যা ৫৬ লাখ ছাড়িয়েছে। শুধু গাধাই নয় দেশটিতে বেড়েছে মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, উট, খচ্চরসহ অন্যান্য পশুর সংখ্যাও।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান চীনে গাধা রফতানি করে প্রতিবছর প্রচুর অর্থ উপার্জন করে। চীনে গাধার চামড়ার বেশ চাহিদা আছে। প্রাচীনকাল থেকে চীনে গাধার চামড়া থেকে তৈরি জেলটিন দিয়ে একটি ওষুধ বানানো হয় যা রক্তের গুণাগুণ বাড়াতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

Exit mobile version