Site icon Jamuna Television

বিপদের সময় আওয়ামী লীগই সাধারণ মানুষের পাশে দাঁড়ায়: মাহবুব উল আলম হানিফ

বিপদের সময় আওয়ামী লীগই সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, চলমান মহামারীতে নেতাকর্মীরা আবারও তা প্রমাণ করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ।

শুক্রবার (১১ জুন) সকালে বঙ্গবন্ধুর এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। হানিফ বলেন, নানাবিধ ষড়যন্ত্র থাকলেও দেশের মানুষের সমর্থন নিয়েই এগিয়ে চলেছে আওয়ামী লীগ সরকার।

এছাড়াও নির্বাচিত সংসদ সদস্য এবং দলের মাঝে যাতে কোনো বিরোধ তৈরি না হয় সে বিষয়ে সচেতন থাকতে সকলের প্রতি আহ্বান জানান সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। একই সাথে দলের হাইব্রিডদের বিষয়ে সর্তক থাকতেও সকলকে পরামর্শ দেন তিনি।

Exit mobile version