Site icon Jamuna Television

বিনা কর্তনেই ছাড় পেলো আলোচিত ছবি নবাব এলএলবি

শাকিব খান অভিনীত আলোচিত ছবি ‘নবাব এলএলবি’ সিনেমার আলোচিত সেই দৃশ্য বিনা কর্তনেই ছাড়পত্র দিচ্ছে সেন্সর বোর্ড। অথচ ওই দৃশ্যের জন্য গেফতার হয়েছিলেন সিনেমার পরিচালক অনন্য মামুন এবং ওই দৃশ্যের অভিনেতা শাহীন মৃধা।

পুলিশকে হেয় করার অভিযোগে পর্নোগ্রাফি আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। সেই মামলায় গ্রেফতার হবার পরে জামিন পান তারা।

কিন্তু সেন্সর বোর্ডের সদস্যরা ওই দৃশ্যে আপত্তি দেখছেন না। বিষয়টি নিশ্চিত করে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন বুধবার (৯ জুন) গণমাধ্যমকে জানান, আইনসচিব সহ সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি পুনরায় দেখেছেন। যেসব সংশোধনী চাওয়া হয়েছিল, সবই ঠিকঠাক করা হয়েছে। তাই সিনেমা মুক্তিতে আর কোনো সমস্যা নেই।

Exit mobile version