Site icon Jamuna Television

সুশান্তকে নিয়ে ছবি ‘ন্যায়: দ্য জাস্টিস’ মুক্তি পেলো আজ

বলিউড সুপারস্টার সুশান্ত সিং রাজপুতের জীবন কাহিনি নিয়ে এবার বলিউডে তৈরি হলো সিনেমা। ছবির পরিচালক দিলিপ গুলাটি, প্রযোজনা করেছেন রাহুল শর্মা ও সরলা সারৌগি। ছবিতে সুশান্তের চরিত্রে অভিনয় করেছেন জুবের কে খান। বহুল প্রত্যাশিত এই ছবির নাম ‘ন্যায়: দ্য জাস্টিস’। আজই মুক্তি পেলো ছবিটি।

এর আগে সুশান্তের পরিবারের সম্মতি ছাড়া এই সিনেমার শ্যুটিং করার অভিযোগ করে মামলা করেছিলেন সুশান্তের বাবা। আদালত সেই মামলার শুনানি দিয়েছেন। তাতে সুশান্তর বাবার আবেদন খারিজ হয়েছে।

গত বছর ১৪ জুন নিজের ফ্ল্যাট থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করে দিল্লি পুলিশ। এই মৃত্যু, খুন না আত্মহত্যা তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছে।

Exit mobile version