Site icon Jamuna Television

জি-সেভেনের সম্মেলন শুরু, যেসব বিষয়ে আলোচনা হবে

শুরু হয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনের শীর্ষ সম্মেলন। ব্রিটেনের সেন্ট ইভ দ্বীপে স্থানীয় সময় শুক্রবার (১১ জুন) দুপুরে শুরু হয় সম্মেলন।

এবারের সম্মেলনে করোনা ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিত করা এবং অর্থনৈতিক ধাক্কা সামলে ওঠার প্রক্রিয়াকে রাখা হয়েছে আলোচনার মূল এজেন্ডা হিসেবে। এর পাশাপাশি সদস্য দেশগুলোর বাণিজ্য ঘাটতি দূর করা, দরিদ্র দেশগুলোকে সহায়তা এবং জলবায়ু পরিবর্তনের ইস্যুগুলো নিয়েও আলোচনা হবে এবারের সম্মেলনে।

এবারের বৈশ্বিক উষ্ণতা ঠেকাতে বিকল্প জ্বালানীর ব্যবহার বাড়ানোসহ কার্বন নিঃসরণে নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। এমনকি কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিতে ব্রিটেনে বিক্ষোভও চলছে।

বৈঠকের আগে সৌজন্য সাক্ষাতে সম্পর্ক আরও মজবুত করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

Exit mobile version