Site icon Jamuna Television

এক সপ্তাহ পর সাতক্ষীরায় শনাক্ত ৫০ শতাংশের নিচে

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় টানা এক সপ্তাহ করোনা শনাক্তের হার ৫০ শতাংশের ওপরে থাকার পর শুক্রবার (১১ জুন) এই হার কিছুটা নিচে নেমে এসেছে।

সাতক্ষীরা জেলার সিভিল সার্জন হুসায়েন সাফায়েত জানিয়েছেন, শুক্রবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই হিসেবে
জেলায় শনাক্তের হার ৩৬ দশমিক ১৭ শতাংশ।

এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৬ জন রোগীর মধ্যে ৯৯ জন করোনা উপসর্গ ও ৩৭ জন করোনা পজেটিভ হিসেবে ভর্তি আছে। সাতক্ষীরা সদর হাসপাতালে ২৮ জন রোগীর মধ্যে ২২ জন করোনা পজেটিভ ও বাকি ৬ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬৪৭ জন করোনা রোগী ভর্তি আছে।

করোনা উপসর্গ নিয়ে শুক্রবার (১১ জুন) জেলায় অন্তত ২৪৪ জন মারা গেছেন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৫৩ জন।

Exit mobile version