Site icon Jamuna Television

টঙ্গীতে মিল গেইট এলাকার চুড়ি ফ্যাক্টরি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

টঙ্গীতে মিল গেইট এলাকার চুড়ি ফ্যাক্টরি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গী মিল গেইট এলাকার চুড়ি ফ্যাক্টরি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ছাই হয়ে গেছে দুই শতাধিক বসতবাড়ি ও ঝুট গোডাউন। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। পরে গাজীপুর সদর, রাজধানীর উত্তরা ও ঢাকা থেকে মোট ৮টি ইউনিটের চেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এনএনআর/

Exit mobile version