Site icon Jamuna Television

জর্জ ফ্লয়েডের ছবি তুলে পুলিৎজার জিতলো কিশোরী ডারনেলা ফ্রেজার

জর্জ ফ্লয়েডের ছবি তুলে পুলিৎজার জিতলো কিশোর ডারনেলা ফ্রেজার

যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের ছবি তুলে পুলিৎজার জিতলো কিশোর ডারনেলা ফ্রেজার।

সাংবাদিকতার অভিজাত এ পুরস্কারের, বিশেষ ক্যাটাগরিতে ফ্রেজারের নাম ঘোষণা করা হয়। গেলো বছরের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশি নির্যাতনে মৃত্যু হয় জর্জ ফ্লয়েডের। হাঁটু দিয়ে তার ঘাড় চেপে ধরেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাউভিন। এতে কিছুক্ষণের মধ্যেই দম বন্ধ হয়ে মারা যান ফ্লয়েড।

এছাড়া করোনা মহামারি নিয়ে একের পর এক দূরদর্শী সংবাদ প্রকাশের স্বীকৃতি হিসেবে জনসেবা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস। এ বছর ২১টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়।

এনএনআর/

Exit mobile version