Site icon Jamuna Television

পাকিস্তানে আবারও সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ২০

পাকিস্তানে আবারও সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ২০

পাকিস্তানে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৫০ জন। শুক্রবার বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় যাত্রীবাহী বাস উল্টে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাসটি অতিরিক্ত গতিতে মহাসড়কে চলছিল। পরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটে এ হতাহতের ঘটনা। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায় পুলিশ ও ফায়ার ব্রিগেড। আহতদের সরকারি ও সেনা হাসপাতালে চিকিৎসা চলছে।

জানা যায়, যাত্রীরা সকলেই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন। তারা প্রত্যেকেই সিন্ধু প্রদেশের বাসিন্দা এবং নিহত সকলেই পুরুষ।

পাকিস্তানে গত সপ্তাহেও ভয়াবহ রেল দুর্ঘটনায় অন্তত ৬৫ জন নিহত হন। সড়কের দুরাবস্থা ও দুর্বল ট্রাফিক আইন এর জন্য দায়ী বলে মনে করা হয়।

এনএনআর/

Exit mobile version